বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ - ১২:১৬
আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী মা সম্পর্কে মোশন ডকুমেন্টারি

হাকিম সাইয়্যেদ আলী মারআশি তাবরিজি (১২০২–১৩১৬ হিজরি), যিনি "সাইয়্যেদুল হুকামা" নামে পরিচিত, মহান ধর্মগুরু আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ শিহাবুদ্দীন মারআশি-এর দাদাশ্বরূপ। তিনি ত্রয়োদশ ও চতুর্দশ হিজরি শতকে শিয়াদের অন্যতম বিশিষ্ট আলেম ও দার্শনিক ছিলেন এবং সাহিবে জাওয়াহির ও শাইখ আনসারী-এর শীর্ষস্থানীয় শিষ্যদের একজন হিসেবে পরিচিত। সাইয়্যেদুল হুকামার বহু ও বৈচিত্র্যময় রচনার মধ্যে তার বিভিন্ন বিদ্যার উপর গভীর দক্ষতা বিশেষভাবে প্রসিদ্ধ।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha